শনিবার, ১১ জুলাই, ২০২০

স্বাগতম


বর্তমান যুগ আলোর গতিতে বদলাচ্ছে। এই বদলের পিছনে সবচেয়ে বড় হাত যেরকম প্রযুক্তির আবার সেই একই সাথে সবচেয়ে বড় অন্তরায়ও প্রযুক্তিই। সার্চ ইঞ্জিনের ডেটাবেজ যত আপডেট থাকবে আমাদের বদলে যাওয়ার গতিও ততই বাড়তে থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা মজার ব্যাপার হলো এটি দিন দিন আমাদের অনুকরণ প্রিয় একটি জাতিতে পরিণত করে দিচ্ছে। এটা ভালো জিনিস। প্রযুক্তি এগিয়ে চলে প্রতিদ্বন্দ্বিতার বেড়াজালের মধ্যে দিয়ে। আপনি জানেন, আমেরিকান গণিতবিদ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও ক্রিপ্টোগ্রাফার ক্লাউডি এলউড শ্যানন কে ইনফরমেশন তত্ত্বের জনক বলা হয়। ১৯৪৮ সালে তাঁর প্রকাশিত A Mathematical Theory of Communication শীর্ষক গবেষণা নিবন্ধে তিনি ইলেক্ট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্কের গোড়াপত্তন করেন। এজন্য তাঁকে ইনফরমেশন এজ ( Information Age ) বা তথ্য যুগের জনকও বলা হয়। 



কম্পিউটার বিজ্ঞানের ভাষায়, কোন বিশেষ উদ্দেশ্যে কম্পিউটারে ডাটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলে। তবে সকল ইনফরমেশন মূল্যবান ও গুরুত্বপূর্ণ নয়। তবে মূল্যবান ও গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহজ, অর্থবহ, সঠিক, সম্পূর্ণ, নির্ভরযোগ্য, বিষয়-সংশ্লিষ্ট, নিরাপদ এবং সময়োপযোগী হওয়া উচিত। ডেটা হচ্ছে একটি ইনফরমেশনের ক্ষুদ্রতম অংশ।

এইখানেই যত সমস্যা। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে কোন তথ্য আমার কাছে গুরুত্বপূর্ণ আর কোনটা না সেইটাই আলাদা না করতে পেরে; অনেকেই কম গুরুত্বপূর্ণ তথ্যকে নিয়ে অনুকরণে নেমে আসে আর তখন এই প্রযুক্তিই জাতির অন্তরায় হিসেবে বিবেচিত হয়। আমাদের এই ওয়েবসাইটের উদ্দেশ্য হলো মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যকে আপনাদের সামনে উপস্থাপন করা আর গুরুত্বপূর্ণহীন তথ্যকে আমরা ছেড়ে দিচ্ছি না। সেই সব তথ্যকে কিভাবে কাজে লাগিয়ে তাকেও ব্যবহার করা যায় সেটিও থাকছে। সাথে থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন