মঙ্গল (গ্ৰহ)-এর দুটি প্ৰাকৃতিক উপগ্ৰহের ভিতর অন্যতম বড় ও অন্যতম অন্তঃস্থ উপগ্ৰহ। মঙ্গলের অন্য উপগ্ৰহের নাম ডিমোস। ১১ কিলোমিটার ( ৭ মাইল ) গড় ব্যাসাৰ্ধের এই উপগ্ৰহটি মঙ্গলের চারিদিকে একপাক ঘুরতে ৭ ঘন্টা ৩৯.২ মিনিট সময় নেয়। ফোবোস মঙ্গল থেকে ৬,০০০ কিলোমিটার ( ৩,৭০০ মাইল ) দূরত্বে অবস্থিত। গ্ৰীক দেবতা ফোবোসের নামে এর নামকরণ করা হয়েছে।
ফোবোসের আকৃতি:
গ্ৰীক উপাখ্যান মতে, ফোবোস ডিমোসের যমজ ভাই এবং এর অৰ্থ ‘ভয়’। ১৮৭৭ সালের ১৮ আগষ্ট তারিখে প্ৰায় ০৯:১৪ (ইউ.টি.সি.) ঘটিকায় আমেরিকা যুক্তরাষ্ট্ৰের ওয়াশিংটন অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্ৰ নৌসেনা মানমন্দিরে আমেরিকান জ্যোতিৰ্বিজ্ঞানী আসাফ হল ফোবোস আবিষ্কার করেছিলেন।
উল্লেখযোগ্য যে, সেই একই বছরে কিছুদিন আগে ১২-ই আগষ্ট তারিখে প্ৰায় ০৭:৪৮ (জি.এম.টি.) ঘটিকায় হল মঙ্গলের অন্য উপগ্ৰহ ডিমোস আবিষ্কার করেছিলেন।
PHOBOS এবং DEIMOS এর আকৃতির তুলনা:
ফোবোস সম্পর্কে কিছু তথ্য জেনে নেই আসুন:
1. আমাদের সৌরজগতে যত উপগ্রহ রয়েছে, যা তাদের
হোস্ট গ্রহকে কেন্দ্র করে ঘুরে; তাদের মধ্যে ফোবোস তার হোস্ট গ্রহটিকে খুব কাছ থেকে পরিভ্রমণ করে। আর কোন উপগ্রহ এত কাছ থেকে তার হোস্ট গ্রহটিকে পরিভ্রমণ করে নাহ্।
2. এর নামকরণের ইতিহাসটিও অনেক মজার। গ্রীক উপকথায় যুদ্ধের দেবতা হলেন এরিস (Ares) এবং একই সাথে তার ব্যাক্তিত্বের পরিচায়ক ছিল ভয়। সবাই এরিসকে ভয়ই পেত। সেই এরিসের পুত্রের নাম ছিল ফোবোস। এই ফোবোস তার জমজ ভাই ডেমোস দুজনেই ছিল তাদের পিতার বিরোধী।
3. হোস্ট গ্রহটির খুব নিকটে অবস্থিত হওয়ায় কারণে এটি মঙ্গলের পৃষ্ঠে পুরো আকাশ পরিভ্রমণ করতে সময় নেয় ৪ ঘন্টা ১৫ মিনিটের মতো। একটি পুরো Martian day ( ১১ ঘন্টা ৬ মিনিটে ) হিসাব অনুযায়ী ফোবোস মঙ্গলকে দুইবার প্রদিক্ষণ করে। এটি পশ্চিম দিকে উদিত হয় এবং খুব তাড়াতাড়ি প্রদিক্ষণ করে আবার পূর্ব দিকে অস্ত যায়। মঙ্গল গ্রহ নিজে তার কক্ষপথে যতটুকু গতিতে ঘূর্ণন সম্পন্ন করে ফোবোস তার থেকে বেশি গতিতে মঙ্গলকে প্রদিক্ষণ করে থাকে এই ব্যাপারটি হয় কারণেই।
4. ফোবোসের গঠণশৈলী অনেকটা asteroid (গ্রহাণু) বা dwarf planet (বামন গ্রহ) এর সদৃশ। এটি তৈরি Type I or II carbonaceous chondrites। এটির ঘনত্ব অনেক কম। এটির প্রতিফলন ক্ষমতাটাও অনেক কম।
5. বিজ্ঞানীরা যদিও বলে এটির গঠন অনেকটা asteroid এর মতো কিন্তু তারা এটি কখনও পরিষ্কার করে বলে না যে এটি asteroid belt থেকেই এসেছে। এর কারণ হলো এটির গতিপথটি। দেখে মনে হবে না যে এরকম একটি বাইরের বস্তু মঙ্গলের প্রভাবে এতটা উপবৃত্তাকারভাবে প্রদিক্ষণ করা সম্ভব না। এছাড়া asteroid belt এ যেসব asteroid আছে তাদের তুলনায় এর ঘনত্ব অনেক কম।
6. বিজ্ঞানীরা বলেছেন যে আগামী 30 থেকে 50 মিলিয়ন বছর পর এটি মঙ্গলের বুকে আঁচড়ে পরবে।
7. মঙ্গলের এই উপগ্রহের বুকে ৯ কি.মি. লম্বা। এটিকে Stickney বলা হয়।
8. ফোবোসের যে অংশ সূর্যালোক পৌঁছে সেখানে তাপমাত্রা −4°C (25°F) আর অন্ধকার অংশের তাপমাত্রা −112°C (−170°F)।
9. ফোবোসের দূর্বল gravity হওয়ার কারণে 150 পাউন্ডের একজন ব্যাক্তির সেখানে ওজন হবে 2 পাউন্ড। আর এর কারণ হলো তার আকার যা অনেক ছোট।
10. নাসার MARINER 9 SPACECRAFT সর্বপ্রথম ফোবোসের ছবি ধারণ করে। এছাড়াও ১৯৭৭ সালে ভাইকিং 1 দ্বারাও ফোবোসের ছবি ধারণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন