আমাদের পৃথিবীসহ ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ গোলাকার কেন?


Big, small, but all round

আমাদের সৌরজগতের আটটি গ্রহ নানান দিক দিয়ে একটি অন্যটি হতে আলাদা। তাদের আকারও ভিন্ন। সূর্য হতে এক একটির দূরত্বও একেক রকম। কোনটির আকৃতি ছোট এবং পাথুরে। আবার কোনটি বিশাল গ্যাসীয়। কিন্তু সবগুলোই একটি সুন্দর গোলাকৃতির। এখানেই একটা মিল। কেন? তাদের আকৃতি কেন ঘনাকৃতির বা পিরামিডাকৃতির বা চাকতি আকৃতির নয় কেন?

ধারণা করা হয় গ্রহগুলো তৈরী হয়েছে, মহাবিশ্বের উপাদান সমূহ যখন একে অপরের সাথে সংঘর্ষ এবং আবার সংযুক্ত হয়েছে। সেই সংঘর্ষের শুরু বিগব্যাংয়ের সময় থেকেই। ধীরে ধীরে এই গ্রহগুলোতে যথেষ্ট পরিমাণ উপাদান যুক্ত হয়ে এর ভরের বৃদ্ধির সাথে সাথে এর উপর মাধ্যাকর্ষণের প্রভাব তৈরী হতে থাকে। আইনস্টাইনের মতো যদি বলি তাহলে বলতে হয় Space Time Fabrications এ তার অবস্থান করে নেয়। যখন যথেষ্ট পরিমাণের গ্র্যাভিটি কাজ করতে থাকে তখন তা গ্রহটিতে সংযুক্ত হওয়া উপাদানগুলোকে একসাথে রাখা জন্যে বল প্রয়োগ করতে থাকে। ভরে বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে কোন কোনটি একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরার পথ পরিষ্কার করতে থাকে।

একটি গ্রহ গ্র্যাভিটির টানকে সবদিক দিয়ে সমানভাবে অনুভব করতে থাকে। গ্র্যাভিটি পৃষ্ট থেকে কেন্দ্র বরাবর ক্রিয়া করে, অনেকটা সাইকেলের চাকার মতো। এটি একটি গ্রহের গোলকের সামগ্রিক আকৃতি তৈরি করে, যা একটি ত্রিমাত্রিক বৃত্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন